খেলাধূলা ডেস্ক
জয়ের পতাকা উড়িয়ে চলেছে শেরিফ তিরাসপোল। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে এসেই দেখিয়ে যাচ্ছে একের পর এক চমক। শাখতারকে হারিয়ে যাত্রা শুরু, এবারে ওদের কাছে ধরাশায়ী জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অবাক করা ব্যাপার হলো, কাগজে কলমে যে ভূখণ্ডের নেই কোনো স্বীকৃতি তারই এক ক্লাব এফ সি শেরিফ।
রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠ জুড়ে শুরু হয়ে যায় হলুদ উৎসব। হবেই বা না কেন, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে যে নাম লেখালো অজানা অচেনা এক ক্লাব শেরিফ তিরাসপোল।
গুগলে সার্চ দিলে খুঁজে পাবেন এটি একটি মলদোভিয়ান ক্লাব। তবে মানচিত্র বলছে, এফসি শেরিফ এমন এক ভূখণ্ডের, যার সঙ্গে মলদোভার সম্পর্ক বিচ্ছিন্নপ্রায়। দেশ হিসেবে যার নেই কোনো আন্তর্জাতিক স্বীকৃতি, এমনই ট্রান্স-নিস্টার অঞ্চলের ক্লাব শেরিফ তিরাসপোল।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় স্বপ্নবাজ ক্লাবটি। মলদোভিয়ান লিগের জীর্ণ-শীর্ণ অবস্থা হলেও শেরিফের এলাহী কাণ্ড। প্রায় দুইশ’ মিলিয়ন ডলারের বিনিয়োগে নির্মিত হয়েছে ক্লাবটির অবকাঠামো। এ পর্যন্ত লিগে নিজেদের খেলা ২১ মৌসুমের ১৯টিতেই ঘরে তুলেছে শিরোপা।
Discussion about this post