খেলাধূলা ডেস্ক
আগামী ২৯ নভেম্বর দেয়া হবে এবারের ব্যালন ডি’অর। এর আগে ৮ অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ফুটবলারদের নাম।
করোনা মহামারিতে অনেক দেশের লিগ শেষ না হওয়ায় গত মৌসুমে ব্যালন ডি’অর দেওয়া হয়নি। এক বছর বিরতি দিয়ে আবার তাই ফিরছে ১৯৫৬ সালে শুরু হওয়া এই পুরস্কার। এখন পর্যন্ত সেরা হওয়ার দাবি জানিয়ে রেখেছেন আর্জেন্টিনার কোপা জয়ের নায়ক মেসি, বায়ার্ন মিউনিখের গোল মেশিন রবার্ট লেভানডোভস্কি, চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দুই কারিগর জর্জিনিও ও এনগোলো কন্তে। আছেন রিয়ালের বেনজিমা, ডর্টমুন্ডের সুপারস্টার আর্লিং হ্যালান্ডও।
বিভিন্ন দেশের ১৮০ জন সাংবাদিকের ভোটে মনোনীত হবেন ৩০ ফুটবলার।
Discussion about this post