বাংলাদেশসহ আর্ন্তজাতিক শিক্ষার্থীদের স্নাতক অধ্যয়নের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরবের সেরা বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়। ১৯৬১ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে অতি অল্প সময়ে ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র হয়ে ওঠে। বর্তমানে এতে ২২ হাজার শিক্ষার্থী রয়েছে।
বিশ্ববিদ্যালয়টিতে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর পড়াশোনার মানও বেশ উন্নত। বর্তমানে এতে ৮ অনুষদ, ২৩ বিভাগ এবং ৩টি ইন্সটিটিউট রয়েছে।
মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষের আবদেনের সময় ২৮ সপ্টেম্বের থেকে চালু করা হয়ছে।
সুযোগ সুবিধা:
* শিক্ষার্থীর কোনো টিউশন ও পরীক্ষা ফি লাগবে না।
* মাসিক বৃত্তি ৮৫০ রিয়াল।
* বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর ভিসা ও বিমান টিকেট খরচ ভার্সিটি বহন করবে।
* পরপর দুই সেমিস্টারে ভাল ফলধারীকে অতিরিক্ত বৃত্তি প্রদান করা হয় ।
* বছরে একবার স্বদেশে আসা যাওয়ার ভ্রমণ খরচ প্রদান।
* সেমিস্টার শেষে নতুন বই ক্রয়ের জন্য অর্থ প্রদান।
* আবাসন, খাবার ও চিকিৎসা ফ্রি।
আবেদনের যোগ্যতা:
* আগ্রহী প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে (উর্ত্তীণের পর ৫ বছর অতিক্রম করা যাবে না)।
* আবেদনকারীকে আনারবি হতে হবে ।
* প্রার্থীকে অবশ্যই ২৫ বছরের বেশি হওয়া যাবে না (স্নাতকের ক্ষেত্রে)।
* দাখিল,আলিম বা সমমানের পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীকে বৃত্তি প্রদানে প্রধান্য দেয়া হয়।
* হাফেজ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হয়।
* আবেদনকারী মুসলিম হতে হবে।
* আরবি ভাষাতে পারদর্শী হওয়া (ঔচ্ছিক)।
আবদেনে করতে যা লাগবে:
* আলিম বা সমমানের সাটিফিকেট।
* আলিম বা সমমানের মার্কশিট। (সাটিফিকেট ও মার্কশিট নিজ নিজ শিক্ষাবোর্ড এবং মন্ত্রনালয় থেকে সত্যায়িত করতে হবে)।
* আলিম বা সমমানের প্রশংসাপত্র।
* জন্মসনদ।
* পাসর্পোট।
* প্রার্থীর ছবি (৬৪) সাইজ (টুপি ও চশমা ছাড়া এবং ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে)।
* মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
* দু’জন ইসলামিক স্কলারের সুপারিশ সনদ।
যেভাবে আবেদন করবেন:
উল্লেখিত ডকুমেন্টগুলো প্রথমে আরবি ও নোটারী করে, শিক্ষামন্ত্রণাল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে সত্যায়িত করতে হবে। তবে পাসপোর্ট আরবি ও সত্যায়িত করতে হবে না। এরপর এসব ডকুমেন্ট স্ক্যান করে ভার্সিটির এডমিশন ওয়েব পেজে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া নিজেই করা যায় আরবি জানা থাকলে আরবিতে করতে পারেন অন্যথায় ইংরেজিতে করবেন।
আগ্রহী প্রাথীরা এখানে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রার্থীকে বৃত্তিপ্রাপ্তির রেজাল্ট জানার জন্য নিয়মিত ই-মেইল অথবা মদীনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে খোঁজ রাখতে হবে।
Discussion about this post