খেলাধূলা ডেস্ক
মোহাম্মদ আলীকে সবাই বিখ্যাত বক্সার হিসেবে চিনলেও তার ছবি আঁকার প্রতিভাও দারুণ। এবার নিলামে উঠছে কিংবদন্তি এই বক্সারের আঁকা বেশ কিছু ছবি। আয়োজক বনহ্যামসের প্রত্যাশা ৫ই অক্টোবরের নিলামে ছবিটির দাম উঠতে পারে ৪০-৬০ হাজার মার্কিন ডলার।
আয়োজকরা জানান, মোহাম্মদ আলীর বক্সিং প্রতিভার পাশাপাশি তাঁর ছবি আঁকার অভ্যাসের কথা খুব কম মানুষই জানেন। কিংবদন্তি বক্সারের আঁকা ২৪ টি ছবিই কার্টুন স্টাইল। এর মধ্যে কয়েকটিতে ফুটে উঠেছে তার ধর্মীয় ও সামাজিক ন্যায়ের ধারণা। নিজেকে বক্সিং রিংয়ে কল্পনা করেও ছবি এঁকেছেন তিনি।
মোহাম্মদ আলীকে বলা হয় বক্সিংয়ের দ্যা গ্রেটেস্ট অফ অল টাইম। মোহাম্মদ আলী মানেই ভয়ঙ্কর গতি আর দেখার মত ফুটওয়ার্ক। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্বও পেয়েছিলেন তিনি। ১৯৬৬ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন মোহাম্মদ আলী। ২০১৬ সালে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি বক্সার।
Discussion about this post