নিজস্ব প্রতিবেদক
আগামী শনিবার (৯ অক্টোবর) থেকে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থী। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয় আসন অনুযায়ী কেন্দ্রের তালিকা না দেওয়ায় এখনো প্রবেশপত্র দেওয়া শুরু করতে পারেনি টেকনিক্যাল কমিটি।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবেশপত্র দেওয়ার সকল কাজ শেষ করেছে টেকনিক্যাল কমিটি। গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয় থেকে আসন ভিত্তিক কেন্দ্রের তালিকা পাওয়ার পর প্রবেশপত্র উন্মুক্ত করে দেওয়া হবে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে।
এ প্রসঙ্গে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আশা করছি আগামী শনিবার থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আসন অনুযায়ী কেন্দ্রের তালিকা যদি দুই/একদিনের মধ্যে পাওয়া যায় তাহলে বৃহস্পতিবার থেকেও প্রবেশপত্র সংগ্রহ শুরু হতে পারে। আমাদের সবকিছুই প্রস্তুত আছে।
Discussion about this post