বিনোদন ডেস্ক
কালজয়ী অসংখ্য গানের স্রষ্টা সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মন। এস.ডি, বর্মন নামে পরিচিত এই সঙ্গীতজ্ঞ ১৯০৬ সালে কুমিল্লার রাজ পরিবারে জন্ম নেন। কেবল সঙ্গীতশিল্পী হিসেবে নয়, গীতিকার সুরকার হিসেবেও স্বার্থক তিনি। পালন করেছেন বিভিন্ন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের দায়িত্ব।
কারো কাছে শচীন দেব বর্মন। কারো কাছে এস. ডি , বর্মন। তবে গানের আঙিনায় সবাই তাকে চেনে শচীন কত্তা নামে। হওয়ার কথা ছিলো ত্রিপুরার রাজা। হয়ে গেলেন বাংলা গানের মুকুটহীন সম্রাট।
করেছেন অসংখ্য কালজয়ী সব গান ,যার আবেদন কমেনি আজও। নতুন প্রজন্মের কাছে তিনি আজও আইকন।
১৯৩২ সালে কলকাতা রেডিও দিয়ে যাত্রা শুরু। একই সাথে করেন মঞ্চ নাটকেও সঙ্গীত পরিচালনা। ১৯৩৪ সালে নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে গান গেয়ে স্বর্ণপদক লাভ করেন। চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনায় আসেন ১৯৩৭ সালে রাগিনী ছবি দিয়ে। তবে সফলতা আসে ১৯৪০ সালে রাজকুমারের পর্দারপন চলচ্চিত্রে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
অর্জনের ঝুলিতে যোগ হয়েছে ভারত সরকারের পদ্মশ্রী উপাধি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা।
সঙ্গীতের হাতেখড়ি বাবা নবদ্বীপচন্দ্র দেব বর্মনের কাছে। এসডি বর্মনের সুরে অধিকাংশ গানই করেছেন মান্না দে, কিশোর কুমার, আশা ভোসলের মতো কিংবদন্তী শিল্পীরা। তবে সবচেয়ে বেশি তাঁর কথা ও সুরে গান করেছেন আরেক কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকর।
Discussion about this post