নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে বি এ ফাজিল স্নাতক (সম্মান) পরীক্ষা। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের মানোন্নয়ন পরীক্ষা নেওয়া হবে।
রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। পরীক্ষার রুটিন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) এ প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন করোনার মহামারির জন্য আমরা পরীক্ষা নিতে পারিনি। এখন আমরা পরীক্ষার রুটিন দিয়েছি পরিক্ষাটি যাতে সুষ্ঠভাবে গ্রহণ করতে পারি এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একান্ত সহযোগীতা কামনা করছি।
খোঁজ নিয়ে জানা যায়, ৪ বছর মেয়াদী এ কোর্স সম্পন্ন করতে ২০১২-১৩ (মানোন্নয়ন) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সময় লেগেছে ৯ বছর। অপরদিকে, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাগছে যথাক্রমে ৮ ও ৭ বছর।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তররের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৮, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৭, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৮ এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের (মানোন্নয়ন) ফাজিল স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ (মান উন্নত) পরীক্ষা-২০১৬ উপরিউক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে।
Discussion about this post