নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির কারণে ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল।
আজ মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসের হলগুলোতে আসতে শুরু করেছেন বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। গতকাল পর্যন্ত হলগুলোতে এসে পৌঁছায় বেশিরভাগ শিক্ষার্থী।
সকালে বিজয় একাত্তর হল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অন্তত প্রথম ডোজ টিকা নিয়েছেন তারা টিকা কার্ড দেখিয়ে হলে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জীবন মান উন্নয়ন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গণরুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের দীর্ঘদিনের পুঞ্জিভূত একটি সমস্যা। এটি নতুন কোনো সৃষ্ট সমস্যা নয়। আমি যখন ছাত্র ছিলাম তখনও এটা ছিল। শিক্ষার্থীদের ভালো মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে এই গণরুম হলো প্রতিবন্ধকতা। সকল শিক্ষার্থী ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সব ধরনের সহযোগিতা থাকে তবে বিষয়টির একটি সুরাহা হয়ে যাবে এবং এটি থাকবে না। গণরুম থাকার মতো সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয় বলেও জানান তিনি।
উপাচার্য বলেন, সকলে যদি তাদের নিজের ক্ষেত্র থেকে দায়িত্বশীল আচরণ করে তবে হলগুলোতে আর গণরুমে শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে থাকতে হবে না। এক্ষেত্রে সিনিয়র শিক্ষার্থীদেরও বেশ কিছু দায়িত্ব আছে। শতবর্ষে এসে গণরুম না থাকার যে মহৎ সিদ্ধান্তটি হাতে নিয়েছি সেটা বাস্তবায়ন সম্ভব হবে যদি সকলের সহযোগিতা থাকে। ঢাবির সাবেক শিক্ষার্থী হিসেবে শেখ হাসিনাও এই গণরুমের মোটেও পছন্দ করছেন না। শিক্ষার্থীদের জীবন মানে ঘাটতি পরুক, গণরুমের মতো প্রতিকূল পরিবেশ থাকুক এটা তিনি চাননা।
উপাচার্য বলেন, হল খোলার পরে ক্লাস, পরীক্ষা ও করোনা সংক্রমণ বাড়া কমার ওপর ইস্যুতে সিদ্ধান্তগুলো পরবর্তীতে সবার সাথে আলোচনা করে নেয়া হবে।তবে আবাসিক হলগুলোতে আর গণরুম থাকছে না বলেও জানান তিনি।
Discussion about this post