নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৮ মাস অপেক্ষার প্রহর শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল গুলো। এক ডোজ করোনার টিকা নেওয়া শর্তে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে এই হল।
মঙ্গলবার সকাল থেকেই হলে প্রবেশ করতে শুরু করেন শিক্ষার্থীরা। হলগুলোর গেটে চেয়ার-টেবিল নিয়ে বসেছেন হাউজ টিউটররা। শিক্ষার্থীদের ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে বরণ করে নিচ্ছেন তারা।
হলে প্রবেশের সময় চেক করা হচ্ছে শরীরের তাপমাত্রা, করানো হচ্ছে স্যানিটাইজেশন। শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা।অনেক শিক্ষার্থী হলে প্রবেশ করে শুরু করেছেন রুম পরিষ্কারের কাজ।
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে হলে আগত শিক্ষার্থীরাও আছেন খোশ মেজাজে। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন, ‘অনেকদিন পর হলে প্রবেশ করতে পেরে ভালো লাগছে। এতদিন মেসে ছিলাম, অনেক কষ্ট করতে হয়েছে। এখন অন্তত পড়ার পরিবেশটা পাবো।’
মাস্টার দা’ সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী বলেন, ‘এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে পেলাম। এখন মনে হচ্ছে পৃথিবীটাও সুস্থ, সব স্বাভাবিক। হল কর্তৃপক্ষকে ধন্যবাদ সুন্দরভাবে আমাদের বরণ করে নেওয়ার জন্য।’
Discussion about this post