খেলাধূলা ডেস্ক
গতকাল সাফে ১০ জনকে নিয়েও ভারতকে রুখে দেওয়ার কৃতত্ব ডিফেন্ডার ইয়াসিন আরাফাতের। যার প্রতিভার কদর দিয়েছিল সাইফ স্পোর্টিং। ঠিক তিন বছর আগে তার রিলিজ ক্লজ রেখেছিল ২ লাখ ডলার। অর্থাৎ কোনও দল তাকে কিনতে চাইলে সাইফকে ওই অর্থ দিতে হতো। এখন অবশ্য সেই চুক্তিটি নেই। কিন্তু ইয়াসিন জাতীয় দলেও প্রমাণ রেখেছেন, কেন তার মূল্য এত বেশি চড়া!
খেলায় শেষ পর্যন্ত তার গোলেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজনের দল। এরপর একদিন অতিবাহিত হয়েছে।
গোলটি ছিল ৭৩ মিনিটের। জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বল রাকিবের মাথা ছুঁয়ে এলে দূরের পোস্টে ফাঁকায় থাকা ইয়াসিন চমৎকার হেডে জড়িয়ে দেন জালে।
সেই গোলের পর আজ নিজের অনুভূতির কথা জানিয়ে ইয়াসিন বলেন, ‘আমি জানতাম সুযোগ পেলে গোল করতে পারবো। তাই হয়েছে। এখন আমার গোলেই দল পয়েন্ট পেয়েছে। এতে আমি অনেক বেশি খুশি।’
অবশ্য প্রতিপক্ষ ভারত হলে তিনি যে জ্বলে উঠেন, তার প্রমাণ আরও রয়েছে। নেপালে অনূর্ধ্ব ১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল ২-১ গোলে হেরে গেলেও সেখানে একমাত্র গোলটি আসে তার কাছ থেকেই। তাই তো নারায়ণগঞ্জ থেকে উঠে আসা ফুটবলার বলছিলেন, ‘ভারত কঠিন প্রতিপক্ষ জানতাম। তবে ভয় পাইনি। এর আগেও সাফে তাদের বিপক্ষে গোল করেছি। এছাড়া আমি তো বিশ্বকাপ বাছাইয়ে শক্তিশালী ওমানের বিপক্ষেও খেলেছি। তাই এবার ভারতকে অন্য প্রতিপক্ষ মনে করে খেলেছি।’
আগামী বুধবার স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচেও নৈপুণ্য দেখাতে চান ১৯ বছর বয়সী ডিফেন্ডার। বেশ আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, ‘সামনে আবারও সুযোগ এলে গোল করার চেষ্টা থাকবে। আশা করছি, ভালো খেলেই আমরা ম্যাচ জিততে পারবো। ফাইনালে জায়গা করে নিতে পারবো।’
Discussion about this post