নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। আজ বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৩৪ তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর সকাল ৮টা থেকে সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে শুধু সমাপনী ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদেরই শুরুতে হলে প্রবেশের অনুমতি দেয়া হবে। বাকিদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, হলে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র এবং কোভিড-১৯ টিকার সনদ সঙ্গে রাখতে হবে। কোভিড-১৯ টিকার ন্যূনতম এক ডোজ না নিলে কেউ হলে উঠতে পারবে না। যেসকল শিক্ষার্থী এখনও টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Discussion about this post