মো. সাইদুল ইসলাম চৌধুরী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ডেঙ্গু সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সাদার্ন ইউনিভার্সিটি।
সম্প্রতি কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ১৩ বিএনসিসি( বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) ব্যাটেলিয়নের সাদার্ন ইউনিভার্সিটি প্লাটুনের উদ্যোগে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান।
১৩ বিএনসিসি ব্যাটেলিয়নের কমান্ডার ক্যাপ্টেন কাজী নাজমুল হুদা ও প্লাটুন পিইউও আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতাবৃন্দসহ শিক্ষার্থীরা।
সামাজিক সচেতনতামূলক এসব কার্যক্রমে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির বিএনসিসি ক্যাডেটসহ বিভিন্ন বিভাগের স্বেচ্ছাসেবকবৃন্দ।
Discussion about this post