নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।
তিনি বলেন, করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ অনলাইনে সংযুক্ত ছিলেন।
Discussion about this post