অনলাইন ডেস্ক
দেশে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার। দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে এটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৭৭ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমি কম্পন ইউনিটের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মো. হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ১২টা ২৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। ফলে চট্টগ্রামের অংশে বেশি কম্পন অনুভূত হতে পারে। তবে আমরা ঢাকায় কম্পন তেমন টের পাইনি।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বাগেরহাটে ভূকম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মানদালা থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও ভূমিকম্পের প্রভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Discussion about this post