খেলাধূলা ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারাতে পারলে বড় বিনিয়োগ পাবে পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা।
ভারত-পাকিস্তান লড়াই মানেই অন্যরকম একটা আমেজ তৈরি হওয়া। আর তা যদি বিশ্বকাপে হয় তাহলে তো দুই পক্ষের উন্মাদনার কোনো কমতিই থাকে না। এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে।
“পিসিবির ৫০ শতাংশ খরচ চলে আইসিসির অর্থায়ন থেকে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। আমি ভয় পাচ্ছি, ভারত যদি আইসিসিকে অর্থায়ন বন্ধ করে দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়তে পারে। কারণ, আইসিসিকে পিসিবি অর্থায়ন দেয় শূন্য শতাংশ। পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আরও যোগ করেন, “এক বড় বিনিয়োগকারী আমাকে বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে পিসিবির জন্য একটি ব্ল্যাঙ্ক চেক প্রস্তুত আছে।”
আর্থিকভাবে শক্তিশালী হওয়ার গুরুত্ব বুঝতে পেরেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এ চেয়ারম্যান। বিশেষ করে সর্বশেষ দুটি সিরিজ বাতিল হওয়াতে বিশাল অঙ্কের ক্ষতির মুখ দেখেছে পিসিবি।
বিশ্বকাপে এই ম্যাচটির জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের সমর্থকরা তার বড় প্রমাণ ম্যাচের টিকিট। ম্যাচটির জন্য টিকিট বিক্রি শুরু করার এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট।
Discussion about this post