নিজস্ব প্রতিবেদক
আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম, ২য় ও ৩য় বর্ষের জন্য হল খুলে দেওয়া হবে। তবে এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজ টিকা নেওয়া হতে হবে।
আজ শনিবার (৯ অক্টোবর) চারুকলা অর্থাৎ ‘চ’ ইউনিটের পরীক্ষা পরিদর্শন শেষে আবারও একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বৈঠকে এই তিন বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানোর বিষয়টি অনুমোদন পায়। গত ৫ অক্টোবর হলে ওঠানো হয় ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের।
এসময় উপাচার্য বলেন, ১৬ অক্টোবরের মধ্যে শতভাগ টিকা নিশ্চিত করা হবে। প্রতিদিন গড়ে ৪০০ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হচ্ছে। চ ইউনিটের পরীক্ষার বিষয়ে ভিসি বলেন, পরীক্ষা কোনো রকম ঝামেলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতি সন্তোষজনক ছিল।
Discussion about this post