অনলাইন ডেস্ক
দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য জমির খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১০ অক্টোবর) সকালে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরমাণু চুল্লি স্থাপন উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। কেউ কেউ না বুঝে এর সমালোচনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি-পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল যন্ত্র এটি। জ্বালানি হিসেবে এর মধ্যে লোড হয় ইউরেনিয়াম, আর তার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে হবে বিদ্যুৎ উৎপাদন। এ বছরের মধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সব ঠিক থাকলে ২০২৩ সালে প্রথম ইউনিট থেকে ১ হাজার ২শ’ মেগাওয়াট ও ২০২৪ এ দ্বিতীয় ইউনিট থেকে আরও ১ হাজার ২শ’ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ।
Discussion about this post