নিজস্ব প্রতিবেদক
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফলে আসন সংখ্যার ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে উত্তীর্ণ এক তৃতীয়াংশ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।উত্তীর্ণ ভর্তিচ্ছুদের ১৩ থেকে ১৮ অক্টোবর তারিখের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে এই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। পছন্দক্রম প্রদানের পর কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে অবশ্যই সেই বিভাগে ভর্তি হতে হবে, অন্যথায় ঐ ইউনিটে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রমানুসারে প্রথম নির্বাচন তালিকা ২৩ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিতদের ২৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে অবশ্যই ভর্তি হতে হবে। শুন্য আসনের জন্য অপেক্ষমান তালিকা থেকে মেধা ও পছন্দক্রম অনুসারে ভর্তির জন্য নির্বাচন করা হবে। এজন্য সম্ভাব্য সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে।
কোটায় ভর্তির ক্ষেত্রে নির্দেশনা…
মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য সাক্ষাতকার ছাত্র-উপদেষ্টার দপ্তর এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য সাক্ষাতকার প্রধান চিকিৎসকের দপ্তরে অনুষ্ঠিত হবে। এজন্য পৃথক পৃথক বিজ্ঞপ্তি যথাসময়ে ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পোষ্য কোটায় ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি পছন্দক্রম পূরণের পর ২৩ অক্টোবর তারিখ বিকেলে একই ওয়েবসাইটে প্রকাশিত হবে।
ভর্তি সংক্রান্ত কোনো সমস্যার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রকৌশল অনুষদ অফিসে ইউনিট কার্যালয়ে (ফোন: ০৭২১-৭১১২৫৫, ০১৯১৪৩২৭১৪২) যোগাযোগ করা যেতে পারে।
প্রসঙ্গত, এ বছর ৪ অক্টোবর অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখার গ্রুপ-১, গ্রুপ-২ ও গ্রুপ-৩ এবং অ-বিজ্ঞান গ্রুপে যথাক্রমে ১০ হাজার ৫৬৪, ১০ হাজার ৬৫৮, ১০ হাজার ৭০৫ এবং ১ হাজার ৩৭ জন ভর্তি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
Discussion about this post