নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২০ সালের ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ১ম সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র আগামীকাল ১২ অক্টোবর থেকে সংগ্রহ করা যাবে।
সোমবার (১১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল সইসহ ওয়েবসাইটে ১২ অক্টোবর তারিখ প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কলেজ সব পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষের নির্ধারিত স্থানে সই ও সিল দিয়ে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবে।
এতে আরও বলা হয়, যদি কোনো বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায়, বা প্রবেশপত্রে কোনো ভুল থাকে, তবে তা আগামী ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। প্রবেশপত্রের কোনো প্রকার সংশোধন কেন্দ্র বা কলেজ থেকে করা যাবে না। উল্লিখিত তারিখের পর কোনোক্রমেই প্রবেশপত্র বিষয়ক কোন অভিযোগ গ্রহণ করা হবে না।
প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম
প্রথমে www.nu.ac.bd/admit লিংকে যেতে হবে। এরপর কলেজ লগ ইন-এ ক্লিক করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষা কোড ব্যবহার করে পরীক্ষায় অংশ নিতে হবে।
Discussion about this post