নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের জন্য নির্ধারিত `বি ‘ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা রাবির ওয়েবসাইটে (admission.ru.ac.bd) রোল নাম্বার দিয়ে ফল দেখতে পারবেন।
এর আগে গত রোববার রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে তিন শিফট মিলিয়ে প্রথম স্থান অধিকার করেন পাবনা সরকারি কলেজের শিক্ষার্থী ফরিদুল।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিশেষ কোটা বাদে তিন ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৭৩টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪৬ জন।
Discussion about this post