বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
গ্রহাণুদের সন্ধানে শুরু হচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) নতুন মহাকাশ অভিযান। এ বছরের ১৬ অক্টোবর পৃথিবী ছেড়ে মহাকাশের পথে রওনা দেবে মহাকাশযান ‘লুসি’।
জানা গেছে, গ্রহাণুদের পাশাপাশি সৌর পরিবারের প্রথম দিকের দিনগুলো কেমন ছিল, সে ব্যাপারেও খোঁজ নেবে লুসি।
ঐতিহাসিক উৎক্ষেপণ পর্ব নাসা টিভিতে সম্প্রচার করা হবে। অভিযান চলবে ১২ বছর। সৌর পরিবারের বিভিন্ন প্রান্তে ‘তদন্ত’ চালাবে লুসি।
সূর্যকে কেন্দ্র করে পরিক্রমণ করছে বেশ কিছু প্রাচীন গ্রহাণু। গ্রিক পুরাণে এদের নাম বলা হয়েছে ট্রোজান। এই ট্রোজানদের খুঁটিনাটি অনুসন্ধান করবে লুসি।
নাসার তরফ থেকে বলা হয়েছে, ট্রোজান গ্রহাণু সৌর পরিবারের সূচনা থেকে রয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুগুলো হলো- ‘টাইম ক্যাপসুল’। দু’টি স্রোতে এরা সূর্যকে প্রদক্ষিণ করছে। একটি স্রোত বৃহস্পতির আগে বেল্টের মতো রয়েছে। দ্বিতীয় স্রোতটি তার পিছনে। বলা হয়, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির সঙ্গে একই পথে ঘুরছে ট্রোজান। লুসিই প্রথম মহাকাশযান, যে পা ফেলবে ট্রোজানদের সংসারে।
সূত্র: অ্যাস্ট্রোবাইটস।
Discussion about this post