শিক্ষার আলো ডেস্ক
অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) রাতে অনলাইন মিটিং প্লাটফর্ম ‘জুম’ এ আয়োজিত ওই ওয়েবিনারটি নোবিপ্রবি সাংবাদিক সমিতির ফেসবুক পেজ থেকেও লাইভ দেখানো হয়।
নোবিপ্রবিসাসের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য সাবিহা তাসনিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার উল আলম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ও নোবিপ্রবিসাস উপদেষ্টা ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। প্রধান বক্তা ছিলেন এএফপি বার্তা সংস্থার ব্যুরো প্রধান মো. শফিকুল ইসলাম।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির বিগত ৭ বছরের কার্যক্রমের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করেন দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কবির ফারহান। নোবিপ্রবিসাসের পথচলার স্মৃতিচারণ করে আগামীতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন নোবিপ্রবিসাসের প্রতিষ্ঠাকালীন আহবায়ক নুরুল করিম ও প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজমুস সাকিব সাদী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম নোবিপ্রবিসাসকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিক সমিতির সহায়তা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন বিশ্বের দরবারে তোলে ধরাসহ বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন। অতীতের মতো আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নোবিপ্রবিসাসের সাংবাদিকদের আহবান জানান উপাচার্য।
ওয়েবিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ইন্সটিটিউটের পরিচালক, কর্মকর্তা, নোবিপ্রবিসাসের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, ‘সত্য সদা সংবাদে, সাহস শীর্ষ সংঘাতে’ প্রতিপাদ্যে ২০১৪ সালের ১১ অক্টোবর যাত্রা শুরু করে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই সততা ও নিষ্ঠার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সংগঠনটি।
Discussion about this post