নিজস্ব প্রতিবেদক
টেকনিক্যাল সমস্যার কারণে প্রায় তিন ঘন্টা স্থগিত থাকার পর ফের ভর্তির ওয়েবসাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল পাওয়া যাচ্ছে। আজ মঙ্গলবার দুুপুর ১টা থেকে ভতিচ্ছুরা ওয়েবসাইটে (admission.ru.ac.bd) রোল ও ইউনিট দিয়ে ফল দেখতে পারছেন।
এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। পরে সমস্যা দেখা দিলে আজ সকাল ১০টার পর ওয়েবসাইট থেকে তা সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে দুপুর ১২টার দিকে বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. জিন্নাত আরা বলেন, ‘বি’ ইউনিটের প্রকাশিত ফলাফলে টেকনিক্যাল সমস্যা ছিল। বিষয়টি নজরে আসার পর সমাধান করা হয়েছে।
ফলাফলে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরও তাদের অনুপস্থিত দেখানো হয়। দ্বিতীয় শিফটের অ-বাণিজ্য গ্রুপে ‘অনুপস্থিত’ এর সমস্যাটি বেশি হওয়ার অভিযোগ উঠে। খোঁজ নিয়ে জানা যায়, গ্রুপ-২ এর এক হাজার ৬২৭ শিক্ষার্থীকে একসঙ্গে অনুপস্থিত দেখানো হয়।
Discussion about this post