ক্যারিয়ার ডেস্ক
সোনালী ব্যাংক লিমিটেডের অফিসার ( আইটি ) পদের নিয়োগ পরীক্ষা ( এমসিকিউ ) ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।
বিজ্ঞপ্তি অনুসারে, এ দিন বিকাল ৩ টায় লাল মাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট্রাল উইমেন্স কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, লালমাটিয়া কেন্দ্রে রোল নম্বর ১০০১-২৬০০ এবং সেন্ট্রাল উইমেন্স কেন্দ্রে ২৬০১-৫২৫৫ পর্যন্ত পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা শুরুর পূর্ব সময় পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
এছাড়া, প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে ।
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল, স্মার্ট ওয়াচ, অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস, মানিব্যাগ সহ ১ কপি প্রবেশপত্র ব্যতীত অন্যান্য কাগজপত্র নিয়ে প্রবেশ নিষেধ। মাস্কসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
Discussion about this post