নিজস্ব প্রতিবেদক
সপ্তাহে তিন দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সেন্টার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে এই মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে। হাটহাজারী কেন্দ্রে নিবন্ধিতরা প্রতি শনি, রবি ও সোমবার সেখানে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন।
ড. রবিউল বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৪৮ হাজার ভ্যাকসিন চেয়েছিলাম। এর অংশ হিসেবে সপ্তাহে তিন দিন এক হাজার ডোজ করে ভ্যাকসিন দেওয়া হবে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে এই কার্যক্রম। এক্ষেত্রে ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে দুই কপি সঙ্গে নিতে হবে।
Discussion about this post