শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকে পড়ার সুযোগ দিতে ফুল-ফ্রি বৃত্তি দিচ্ছে ফ্লোরিডার মায়ামি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্ট্যাম্প বৃত্তি নামের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
মেধার ভিত্তিতে এ স্কলারশিপ দেয়া হবে। স্ট্যাম্প বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্য বীমা, পাঠ্যপুস্তক ও ল্যাপটপের ভাতা, ক্যাম্পাসে আবাসন এবং ১২ হাজার ডলারের একটি তহবিল দেয়া হবে।
সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
* টিউশন ফি লাগবে না।
* আবাসন খরচ।
* ল্যাপটপ প্রদান।
* ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১০ লক্ষ ২৪ হাজার টাকা।
* শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।
আবেদনের যোগ্যতা:
* মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
* এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
Discussion about this post