খেলাধূলা ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের যাচাই করার মঞ্চ হলো প্রস্তুতি ম্যাচ। কিন্তু সেই প্রস্তুতিতেই চরম হতাশ করল বাংলাদেশ। ছন্নছাড়া ব্যাটিং-বোলিংয়ে দুই প্রস্তুতি ম্যাচের একটিতেও প্রতিপক্ষের কাছে পাত্তা পেল না লাল-সবুজের দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ ক্রিকেট দল।
আজ বৃহস্পতিবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ৩৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে বাংলাদেশের।
আইরিশরা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। আইরিশ ব্যাটসম্যান গ্যারেথ ডিলানি ৫০ বলে ৮৮ রান রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল তিন বাউন্ডারি ও আট ছক্কায়।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। নিজের কোটার চার ওভার বোলিং করে দিয়েছেন ২৬ রান। বলার মতো বোলিং করেছেন তাসকিনই। আইপিএল খেলে আসা মুস্তাফিজ চার ওভার বোলিং করে দিয়েছেন ৪০ রান। আরেক পেসার শরিফুল সমান চার ওভারে দিয়েছেন ৪১ রান। এক উইকেট পাওয়া নাসুম আহমেদ দিয়েছেন ৩ ওভারে ৩৩ রান। সবমিলে বোলিংয়ে পুরোই নাজেহাল অবস্থা ছিল বাংলাদেশের।
স্রোতের বিপরীতে ছিলেন কেবল সৌম্য সরকার ও নুরুল হাসান। ৩০ বলে ৩৭ রান করেন সৌম্য। রানআউটের কারণে সাজঘরে ফিরতে হয় তাঁকে। সৌম্যর পাশাপাশি ৩৮ রান করে ভূমিকা রেখেছেন নুরুল হাসান সোহান। কিন্তু তাতে যথেষ্ট হয়নি। বাকিদের ব্যর্থতায় বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ওভারে ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এই ম্যাচেও একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের পিঠের ব্যথা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই মূল টুর্নামেন্টের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজম্যান্ট। তাঁর বদলে ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। মাহমুদউল্লাহ না থাকলেও এই ম্যাচে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান।
Discussion about this post