শিক্ষার আলো ডেস্ক
রাজধানী ঢাকাতে নিবন্ধিত ইংলিশ মিডিয়াম স্কুলের সংখ্যা হলো ১৩০টি। তবে ঢাকা শিক্ষা বোর্ড বলছে, এ সংখ্যা চার শতাধিক। আর এই অনুমোদনহীন স্কুলগুলো আদায় করছে ইচ্ছেমতো ভর্তি ও টিউশন ফি।
শিক্ষা বোর্ড সচিব তাপস কুমার সরকার বলছেন, শিগগিরই অনুমোদনহীন স্কুলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
২০১৭ সালে ভাটারা থানার ছোলমাইদের এ বহুতল ভবনে গড়ে ওঠে রয়্যাল ইংলিশ মিডিয়াম স্কুল ঢাকা। অনুমোদনহীন এই স্কুলের শিক্ষার্থী প্রায় ২৫০। প্রতি মাসে টিউশন ফি ৫ থেকে ৯ হাজার আর ভর্তি বাবদ আদায় করা হচ্ছে ১৫ থেকে ৩০ হাজার টাকা। স্কুলটির বার্ষিক আয় প্রায় ২ কোটি টাকা অথচ শিক্ষকদের বেতন বাকি প্রায় ৮০ লাখ টাকা।
নাম না প্রকাশ করার শর্তে স্কুলটির এক শিক্ষক জানান, আমার ১০ মাসের বেতন বাকি আছে। আরেকজন জানান হাফ পেয়েছি।
বিশাল এই স্কুলের নেই কোনো হিসাব শাখা। শিক্ষকদের বেতন না দেওয়া অধ্যক্ষের বেতন দুই লাখ টাকা। স্কুলের পাশের দুই ভবনে রেস্টুরেন্ট গড়ে তোলার পাশাপাশি গার্মেন্টস ও ফ্যাশন ব্যবসায় কয়েক কোটি টাকা লগ্নি করেছেন।
রাজধানীজুড়ে এমন অনুমোদনহীন ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে তিন শতাধিক। উত্তরার কিডস ক্যাম্পাস ও ইউনিটি ইংলিশ মিডিয়াম স্কুলের কথা বলতে গেলে বাধা দেওয়া হয় স্কুলে প্রবেশে। অনেক স্কুলের দাবি তাদের অনুমোদন প্রক্রিয়াধীন।
ঢাকা শিক্ষা বোর্ডের সচিব বলছেন, অনুমোদনহীন স্কুলগুলোর বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সচিব তাপস কুমার সরকার বলেন, বারবার আমরা তাদের সতর্ক করছি নিবন্ধনের জন্য। তারপরও তারা যদি না শোনেন সেক্ষেত্রে আইনিভাবে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর ধানমন্ডি, উত্তরা, গুলশান ও বনানীতে অধিকাংশ ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থান রয়েছে।
Discussion about this post