নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। কিন্তু শনিবার (১৬ অক্টোবর) পর্যন্ত সংস্কারকাজ শেষ করতে পারেনি কয়েকটি হল। ফলে হলে উঠে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে রাবি ১৭টি আবাসিক হলসহ ক্যাম্পাসের সার্বিক সংস্কারের জন্য ৫ কোটি ১০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে হলগুলোর কাছ থেকে চাহিদা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী প্রকৌশল দফতরের মাধ্যমে প্রত্যেক হলের সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়। কিন্তু এফসি ও সিন্ডিকেট না হওয়ায় কাজ শুরু হতে বিলম্ব হয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সংস্কারের কাজ চলছে পুরোদমে। হলের সামনে বেসিন বাসনোর কথা থাকলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েকটি হলে বেসিন বসানোর কাজ হয়নি। এ ছাড়া প্রায় সব হলের রিডিং রুম স্পেস, ডাইনিং ক্যানটিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ধোয়ামোছা কাজ শেষ হয়েছে। কয়েকটি হলে নতুন করে চুন ও রঙ করার কাজ চলছে।
সন্ধ্যায় ফের হলগুলো ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হল ও শহীদ শামসুজ্জোহা হলের সামনে বেসিন বসানোর কাজ এখনও শেষ হয়নি।
এ বিষয়ে আবাসিক হল প্রাধ্যক্ষ কমিটির আহ্বায়ক ড. জুলকার নায়েন বলেন, আবাসিক হলগুলোর মধ্যে ছাত্রদের রুমের ভেতরের অবস্থা এখনও আমরা জানতে পারিনি। তবে বিভিন্ন কমন স্পেস, ওয়াস রুম, ডাইনিং-ক্যানটিন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। তবে বড় বাজেটে কাজগুলো টেন্ডার প্রক্রিয়ার বিলম্বের কারণে শুরু হতে একটু বিলম্ব হয়েছে। শিক্ষার্থীরা এলে দ্রুত কাজগুলো সম্পন্ন করতে পারবো।
Discussion about this post