নিজস্ব প্রতিবেদক
৩য় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেও বাদ পড়া নিবন্ধনধারীদের দ্বিতীয় ধাপে আবার সুযোগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণে করতে এই সুযোগ দেওয়া হবে।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষকের শূন্যপদ পূরণ করতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে যোগ্য প্রার্থী না থাকায় ৩৮ হাজার জনকে নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। তাদের মধ্যে ৬ হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে না পাঠানোয় প্রায় ২২ হাজার পদ শূন্যই রয়ে গেছে।
সূত্র জানায়, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তরা যোগদান শেষে শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ করবে এনটিআরসিএ। সেই পদগুলো তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের মাধ্যমে পূরণ করা হবে। বিষয়টি নিয়ে এনটিআরসিএ’র কর্মকর্তারা মৌখিকভাবে সম্মতিও দিয়েছেন।
এ প্রসঙ্গে এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান মঙ্গলবার (১৯ অক্টোবর) জানান, আমরা শূন্যপদ পূরণ করতে চাই। সেটি কীভাবে করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটি সময় সাপেক্ষ। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান শেষ হলে আমরা এই বিষয়ে আলোচনা করবো।
শূন্যপদ পূরণে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের যুক্ত করা হবে কিনা জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, যারা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন কেবল তারাই এই সুযোগ পাবেন। এখানে ১৬তম নিবন্ধনধারীদের যুক্ত করার সুযোগ নেই।
Discussion about this post