আন্তর্জাতিক ডেস্ক
আবারো জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (১৯ অক্টোবর) এ দাবি করেছে দক্ষিণ কোরিয়া।
এমন এক সময় মিসাইল ছোড়ার ঘটনা হলো, যখন উত্তর কোরিয়া ইস্যুতে সিউলে আলোচনার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও সম্প্রতি অস্ত্র কর্মসূচি জোরদার করেছে পিয়ংইয়ং। গত কয়েক সপ্তাহে দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। যার মধ্যে হাইপারসনিক ও দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে বলে দাবি সিউল ও টোকিওর।
গত সপ্তাহে এক বিবৃতিতে উত্তর কোরিয় সর্বোচ্চ নেতা কিম জং উন দাবি করেন, কোরিয় উপদ্বীপে আরেকটি যুদ্ধ চান না তিনি। তবে যুক্তরাষ্ট্রের মতো শত্রুদের থেকে আত্মরক্ষায় নিজেদের প্রতিরক্ষা কর্মসূচি জোরদারের কথা জানিয়ে দেন।
Discussion about this post