নিজস্ব প্রতিবেদক
প্রশ্ন ফাঁসে ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আইন- ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অনুমোদিত আইনটিতে পিএসসি আওতাধীন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আর প্রশ্নপত্র জালিয়াতিতে যুক্ত থাকলে সর্বোচ্চ দুই বছরের সাজার বিধান রাখা হয়েছে। কোনো পরীক্ষার্থী পিএসসির পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে এবং অসদুপায় অবলম্বে সহযোগিতা করলে তাকেও দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।
সচিব জানান, ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য এর খসড়া অনুমোদন করা হয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
Discussion about this post