খেলাধূলা ডেস্ক
প্রথমেই ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে স্কটিশ ওপেনার জর্জ মুনসে ও কাইল কোয়েটজার। এ জুটি ২ ওভারে তুলে নেন ২২ রান।
তবে তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই ব্রেকথ্রু আনেন কাবুয়া মোরেয়া। দুর্দান্ত এক স্লোয়ারে স্কটিশ অধিনায়ককে ব্যক্তিগত ৬ রানে সাঝঘরে ফেরান তিনি।
পরের ওভারেই উইকেট হারান আরেক ওপেনার মুনসে। চাদ সোপেরের বলে লেগা সিয়াকার হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের সংগ্রহ ৩৭ রান।
এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ম্যাচের ‘বি’ গ্রুপে ওমানের আল আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্কটিস অধিনায়ক কাইল কোয়েটজার।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমানের বিপক্ষে ১০ উইকেটে হারে পাপুয়া নিউগিনি। অপরদিকে একইদিনের পরবর্তী ম্যাচে বাংলাদেশকে ৬ রানের ব্যবধানে হারায় স্কটল্যান্ড। শক্তিমত্তার দিক থেকে এগিয়ে স্কটিশদের বিপক্ষে খেলছে ‘বি’ গ্রুপের সবচেয়ে দুর্বল দল পিএনজি।
Discussion about this post