বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আইফোন ১৩ সিরিজের স্বাদ পেতে না পেতেই এরই মধ্যে নতুন আরেকটি পণ্যের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল। প্রতিষ্ঠানটি এবার অক্টোবরের বড় ইভেন্ট হিসেবে অত্যাধুনিক চিপসের সমন্বয়ে বাজারে নিয়ে আসতে চলেছে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপ।
সোমবার (১৮ অক্টোবর) নতুন ভিন্ন কিছু পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। যার মধ্যে রয়েছে একজোড়া নতুন এলইডি ম্যাকবুক প্রো ল্যাপটপ।
এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, নতুন ম্যাকবুক প্রো ল্যাপটগুলোতে বিফিয়ার এম-১ প্রো এবং এম-১ ম্যাক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে ল্যাপটপের পোর্টগুলোতে নতুন ডিজাইন নিয়ে আসা হয়েছে।
এদিনের ইভেন্টে ইন্টেলের প্রসেসরের পরিবর্তে অ্যাপল তাদের নিজেদের তৈরি প্রসেসর ব্যবহারে করে পেশাদার কম্পিউটারগুলোর দক্ষতা প্রদর্শন করতে সহয়তা করবে। গত বছর ম্যাকবুক ল্যাপটপে ইন্টেলের পরিবর্তে নিজেদের প্রসেসর ব্যবহার করা হয়েছিল।
অ্যাপল নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপের জন্য এম-১ প্রো ও এম-১ ম্যাক্স প্রসেসর চিপসের ঘোষণা দিয়েছে। এম-১ প্রো চিপসের ব্যাখ্যায় অ্যাপল বলছে, এই চিপসের মেমরি ইন্টারফেসের প্রস্থ দ্বিগুণ, ২০০ গিগাবাইট মেমরি ব্যান্ডউইথ এবং এম-১ চিপসের থেকে এর কর্মদক্ষতা তিনগুণ বেশি।
এ চিপসটি ৫এনএম আর্কিটেকচারের ওপর তৈরি করা হয়েছে, যেটি ৩২ জিবি পর্যন্ত মেমরি ব্যবহার করা যাবে। যা এম-১ চিপসের থেকে দ্বিগুণ। এর কন্ট্রোল প্রসেসিং ইউনিট (সিপিইউ) ১০টি কোর্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে, যেখানে ৮টি পারফরমেন্স কোর ও বাকি দুটি উচ্চ দক্ষতা সম্পন্ন কোর, যা এম-১ এর থেকে ৭০ গুণ বেশি গতিতে কাজ করবে।
এদিকে এম-১ ম্যাক্স প্রসেসরে ৫ হাজার ৭০০ কোটি ট্র্যানজিস্টর, ৬৪ গিগাবাইট র্যাম ও ৩২ কোরের গ্রাফিক্স প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যাপল বলছে, এই চিপসটির পারফরমেন্স পিসি ল্যাপটপের সাতগুণ বেশি।
আর নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপে দুটি সাইজ হবে একটি ১৪ ইঞ্চি, অপরটি ১৬ইঞ্চি। আরও থাকছে প্রো-মোশন ১২০ হার্টজের লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে ব্যবহার করে নতুন মিনি এলইডি টেকনোলজি, এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড স্লট।
ব্যবহার করা হয়েছে ম্যাগসেফ এর ম্যাগনেটিক কানেক্টর, ৩.৫এমএম হেডফোন জ্যাক পোর্ট এবং থান্ডারবোল্ট ৪ ইউএসবি-সি পোর্টস। সেই সঙ্গে টাচ বারকে বাদ দিয়ে ‘ফাংশন কি’ ব্যবহার করা হয়েছে। আর নিচে পাওয়া যাবে টাচ ট্রাকপ্যাড।
প্রথমবারের মতো অ্যাপলের ল্যাপটপের ক্যামেরায় নচ ডিজাইন নিয়ে আসা হবে। ওয়েব ক্যামেরায় ১০৮০ পিক্সেলের ফেসটাইম ক্যামেরার সঙ্গে দ্বিগুণ লো লাইট পারফরমেন্স ব্যবহার করা হয়েছে। তাছাড়া ৬টি স্পিকার ব্যবহার করা হয়েছে, যার মধ্যে দুটি নতুন টুইটার রয়েছে, যা দ্বিগুণ বড়।
নতুন এ ম্যাকবুক প্রো ল্যাপটপের দাম শুরু হয়েছে বাংলাদেশি টাকায় ২ লাখ ২১ হাজার ৮৯০ টাকা। যেখানে ১৬ ইঞ্চির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১২১ টাকা। যারা এখন থেকে প্রি-অর্ডার করবেন, তারা সিলভার ও গ্রে রঙের ল্যাপটপগুলো পাবেন।
আগামী ২৫ অক্টোবর থেকে ম্যাকের অপারেটিং সিস্টেম সফটওয়্যার ও ম্যাকের অপারেটিং সিস্টেম সফটওয়্যার মন্টেরি আপডেট শুরু হবে।
Discussion about this post