আন্তর্জাতিক ডেস্ক
অতীতের মতো আবারো ভুল করতে চায় না ভারতের কেরালা রাজ্য। তাই এ বছর বন্যা বিপর্যয় মোকাবিলা করতে এশিয়ার অন্যতম বৃহত্তম ইদুক্কি বাঁধ খুলে দিয়েছে সরকার।
বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে নিচু এলাকার জনগোষ্ঠীকে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়েছিল। এর ফলে প্রতি সেকেন্ডে ১০০ কিউবিক মিটার করে পানি বের হচ্ছে। এরইমধ্যে ৬০টি পরিবারকে নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে সবশেষ ২০১৮ সালে বড় বন্যার কবলে পড়ে ইদুক্কি বাঁধ খুলে দেওয়া হয়েছিল।ভারি বর্ষণে কেরালায় গতকাল থেকে আরও দুই থেকে তিনটি নদীরবাঁধ খুলে দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে ১৫০টি আশ্রয়কেন্দ্রে চার হাজারের বেশি পরিবারকে নেওয়া হয়েছে।কয়েকদিন ধরে চলমান বৃষ্টি, বন্যা আর ভূমিধসে রাজ্যটিতে এ পর্যন্ত ৩৭ জন মারা গেছেন।
Discussion about this post