নিজস্ব প্রতিবেদক
কাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯২ সালের এই দিন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।দেশের এফেলিয়েট এই বিশ্ববিদ্যালয়টি গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১ দশমিক ৩৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বর্তমানে ২৮ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছেন।
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সমূহ অধিভুক্ত কলেজের তদারকি করতে গিয়ে অভ্যন্তরীণ শিক্ষাকার্যক্রম পরিচালনায় বাড়তি চাপে ছিল। সেই চাপ কমাতে ও অধিভূক্ত কলেজগুলোর মান উন্নয়নে লক্ষ্যে ১৯৯২ সালের ২১শে অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ (২০১৩-১৪) নতুন সিলেবাসের মাধ্যমে চার (৪) বছর মেয়াদী স্নাতক(সম্মান) ও এক (১) বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করেছে। এছাড়াও তিন(৩) বছর মেয়াদী স্নাতক(পাস) কোর্স এবং চার(৪) বছর মেয়াদি স্নাতক(সম্মান) প্রফেশনাল কোর্স রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. ও এম.ফিল. এর ব্যবস্থাও আছে।
করোনায় শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় ১৮ মাস ছুটির পর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন বৃহস্পতিবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি অনলাইনেও শ্রেণি পাঠদান চলবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিন অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এক যোগে অনুষ্ঠিত হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।
Discussion about this post