ক্যারিয়ার ডেস্ক
কৃষি বিপণন অধিদফতরের পুষ্টি উন্নয়ন কর্মকর্তা (৯ম গ্রেড) পদে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সূচি প্রকাশিত হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, মাস্ক পরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও প্রার্থীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Discussion about this post