নিজস্ব প্রতিবেদক
ইউজিসি স্বর্ণপদক ২০২০’-এর জন্য দরখাস্ত আহ্বান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পরিচালক মো. কামাল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রবর্তিত ইউজিসি স্বর্ণপদক ২০২০-এর জন্য নিম্নবর্ণিত শর্তে কমিশনের নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
• শর্তগুলো হলো-
১) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষকগণ ইউজিসি স্বর্ণপদকের জন্য আবেদন করতে পারবেন।
২) আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
৩) প্রকাশিত প্রবন্ধ/বই অবশ্যই ২০২০ সালে প্রকাশিত হতে হবে। কোনো পুনর্মুদ্রিত প্রবন্ধ/পুস্তক গ্রহণযোগ্য হবে না।
৫) প্রবন্ধ যদি যৌথ প্রকাশনা হয় সেক্ষেত্রে কেবল প্রধান লেখক বা সর্বশেষ লেখক অন্যান্য সহলেখকগণের সম্মতিপত্রসহ আবেদন করতে পারবেন।
৬) পুস্তকের ক্ষেত্রে একাধিক লেখক হলে যৌথভাবে আবেদন করতে হবে।
৭) বাংলা ও ইংরেজিতে অনধিক ২০০ শব্দের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।
৮) প্রকাশিত প্রবন্ধের ক্ষেত্রে ৬ কপি এবং পুস্তকের ক্ষেত্রে ৪ কপি জমা দিতে হবে।
৯) বাংলা ও ইংরেজিতে অনধিক ২০০ শব্দের মধ্যে সারাংশ জমা দিতে হবে।
১০) প্রবন্ধের সফট কপি director_reseach@ugc.gov.bd ঠিকানায় অবশ্যই জমা দিতে হবে।
১১) সকল আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ০৫ ডিসেম্বরের মধ্যে পরিচালক, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর পৌঁছাতে হবে।
এছাড়াও নীতিমালা, সম্মতিপত্রের নমুনা ও আবেদনপত্রের ছক (www.ugc.gov.bd) ওয়েবসাইটে সম্মাননা সেবাবক্সে ‘ইউজিসি স্বর্ণপদক’-এ দেওয়া আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Discussion about this post