শিক্ষার আলো ডেস্ক
করোনায় দীর্ঘ ১৯ মাস পর খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল। সোমবার (২৫ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় বরণ করে নিতে প্রস্তুত রয়েছে বলে হল প্রশাসন থেকে জানানো হয়েছে।
শিক্ষার্থীদের বরণে ইতোমধ্যে ক্যাম্পাসে অবস্থিত ছেলেদের শাহপরাণ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সৈয়দ মুজতবা আলী হল, মেয়েদের প্রথম ছাত্রী হল, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল খোলার প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ‘নতুন হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব নিয়েছি, তাই শিক্ষার্থীদের সংস্পর্শে আসার অনুভূতিটা বেশি কাজ করছে। হলে শিক্ষার্থীদের নিরাপত্তা, পড়াশোনার পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। ’
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে মুখিয়ে আছেন। আজ থেকে আমরা ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দিচ্ছি। আমরা শিক্ষার্থীদের মোটামুটি এক ডোজ টিকা নিশ্চিত করার ব্যবস্থা করেছি। চেষ্টা থাকবে সকল শিক্ষার্থীর টিকা নিশ্চিত করতে। এখন বৈধ শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। অবৈধ কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবেন না। ’
প্রথম দিন ২৫ অক্টোবর স্নাতকোত্তর, ২৬ অক্টোবর স্নাতক চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর ৩য় বর্ষ এবং ২৮ অক্টোবর ২য় বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
Discussion about this post