খেলাধূলা ডেস্ক
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের হারে সুপার টুয়েলভ যাত্রা শুরু হলো বাংলাদেশের। গ্রুপের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের তুলনায় তুলনামূলক সহজ প্রতিপক্ষ লঙ্কানদের বিপক্ষে এই হারে বিশ্বকাপের শেষ চারে খেলার স্বপ্ন শুরুতেই শঙ্কার মধ্যে পড়ে গেছে।
অথচ পরিসংখ্যান কথা বলছিল বাংলাদেশের পক্ষে। কারণ সাম্প্রতিক কালে লঙ্কানদের বিপক্ষে এগিয়ে ছিল যে লাল-সবুজের জার্সিধারীরাই। রোববার (২৪ অক্টোবর) শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরাও তাদের কাজটা ঠিকঠাক করেছিলেন। তবে বাজে বোলিং আর ক্যাচ মিসের মহড়ায় জয় অধরাই থেকে গেল।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তিনি লিখেছেন, ধৈর্য মানুষকে সহনশীল করে, দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।
প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করে মাহমুদউল্লাহ বাহিনী। নাঈম-মুশফিকের দুর্দান্ত ফিফটিতে ভর করে টাইগারদের ইনিংস থামে ২০ ওভারে ১৭১ রানে। ব্যাট হাতে বড় সংগ্রহের পর বল হাতেও স্বপ্নের মতো শুরু পায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেনি টাইগাররা। শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
Discussion about this post