শিক্ষার আলো ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও মিথ্যা ভিডিও ছড়ানোর অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২৪ অক্টোবর) দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে অধ্যাপক রুমা সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রুমা সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত মো. সাহিনুদ্দিন হত্যার ভিডিও ক্লিপ সম্প্রতি নোয়াখালীর হিন্দু মহাজোটকর্মী যতন সাহা হত্যার ভিডিও বলে ফেসবুকে শেয়ার দেন এবং পরে ফেসবুক লাইভে এসে রাষ্ট্রবিরোধী কথা বলেন।
২০ অক্টোবর সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে অধ্যাপক রুমা সরকারকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং পরে রমনা থানায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে। ২১ অক্টোবর তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Discussion about this post