নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর অনার্স দ্বিতীয় (২০১৮) বর্ষের বিশেষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এই ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রলাশ করা হলো। প্রকাশিত ফলে কোনো অসঙ্গতি থাকলে তা সংশোধব কিংবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববওদ্যালয় সংরক্ষণ করে।
এতে আরও বলা হয়, প্রকাশিত ফলে কারো কোনো আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের মাধ্যমে ফল প্রকাশের ৩০ কার্য দিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কারো আবেদন গ্রহণ করা হবে না।
Discussion about this post