নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, প্রযুক্তির এই যুগে আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আগ্রসর হচ্ছি। শেখ হাসিনার সরকার সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করে আসছেন।
রাউজানের অনেক প্রাইমারী স্কুলে আধুনিক প্রযুক্তির আওতাভুক্ত হয়েছে। ধীরে ধীরে সকল স্কুল-কলেজকে উন্নত প্রযুক্তির আওতায় আনা হবে। গতকাল শনিবার রাউজান সরকারি কলেজে ১টি আইসিটি ল্যাব, ৯টি মাল্টিমিডিয়া ক্লাস রুম, ১টি মাল্টিমিডিয়া কনফারেন্স রুমসহ শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করতে এসে এমপি ফজলে করিম এই অভিমত ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। উপস্থিত ছিলেন রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, কাউন্সিলর জানে আলম জনি, এ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ।
Discussion about this post