নিজস্ব প্রতিবেদক
করোনায় দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টাবর) সকালে ক্লাসে আসেন শিক্ষার্থীরা। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ ইমাম আলি বলেন, বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বান্দরবান বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় তিনশ’ ছাত্র-ছাত্রী।
তিনটি অনুষদের অধীনে বর্তমানে বান্দরবান বিশ্ববিদ্যলয়ে ইংরেজি, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), বিবিএ, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাচঁটি বিষয়ে অনার্স ও প্রফেশনাল এমবিএ কোর্স চালু আছে।
করোনাকালীন কঠিন পরিস্থিতিতেও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেমে থাকেনি। আগামী সেমিস্টারের জন্য নতুন ছাত্র-ছাত্রী ভর্তি চলছে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নুরুল আবছারসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
Discussion about this post