নিজস্ব প্রতিবেদক
আগামী ১৩ নভেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ১ম বর্ষে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। তবে এই পরীক্ষার সময়সূচিতে সংশোধন এনেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পরিবর্তিত সময়সূচিতে ১৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সকল পরীক্ষা দুপুর দেড়টার পরিবর্তে সকাল ৯টায় এবং ৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকল পরীক্ষা দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
তবে পরীক্ষা আরম্ভের সময় ছাড়া তারিখ অন্যান্য বিস্তারিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।
প্রসঙ্গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার নতুন রুটিনটি দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post