নিজস্ব প্রতিবেদক
৮ম শ্রেণির সিলেবাস ২০২১ ( জেএসসি সিলেবাস ২০২১ ) প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবছর ৮ম শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ৩টি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে।
আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, পরীক্ষা গ্রহণের পূর্বে যদি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর http://dshe.gov.bd আরও কোনো অ্যাসাইনমেন্ট ও নতুন নির্দেশনা দেয় , এই খসড়া সিলেবাস ও পূর্ব পর্যন্ত যদি অন্য কোনাে অ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেয়, তাহলে সেগুলো এই খসড়া সিলেবাসের (পাঠ্য সূচি) সঙ্গে সমন্বয় করা হবে।
৮ম শ্রেণির সিলেবাস :
যেসব নির্দেশনা মেনে পরীক্ষা হবে :
১. বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পরীক্ষা নিতে হবে;
২. পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের;
৩. প্রতিটি বিষয়ের পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট;
যে সিলেবাসে পরীক্ষা হবে :
যেসব অধ্যায় থেকে এসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ জানুয়ারি ২০২১ থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে, সেগুলোই ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সিলেবাস।
বার্ষিক পরীক্ষার নম্বর বিন্যাস :
(ক) বাংলা (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ ১৫) নম্বরের;
(খ) ইংরেজি (১ম ও ২য় পত্র) বিষয়ের নম্বর হবে ৫০ (১ম পত্র ৩০ + ২য় পত্র ২০) নম্বরের;
(গ) সাধারণ গণিত বিষয়ের নম্বর হবে ৫০ (লিখিত ৩৫ + এমসিকিউ১৫) নম্বরের;
(ঘ) প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।
(ঙ) বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।
(চ) অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০+৪০+১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়নপূর্বক বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের প্রগ্রেসিভ রিপোর্ট প্রদান করতে হবে।
Discussion about this post