খেলাধূলা ডেস্ক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করে দেখাতে পারছে না টাইগাররা।
মূলত টুর্নামেন্টের শুরুতে স্কটল্যান্ড-এর বিপক্ষে ম্যাচে হারের ব্যর্থতা এখনো রয়েছে টাইগারদের মনে। কিছুটা আশা ছিল বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। কিন্তু সেটিও যেন নিভে যাচ্ছে। ম্যাচ শেষে নাসুমও স্বীকার করে নিয়েছেন ব্যর্থতার কথা। জানিয়েছেন, চেষ্টা করেও পারছে না ম্যাচ জিততে।
“প্রত্যেক ম্যাচেই তো আমাদের চেষ্টা থাকে, একটা ম্যাচ যাতে বের করতে পারি। অবশ্যই একটা ব্যাটসম্যান বা বোলার পারফর্ম করলে জেতার একটা চান্স থাকে। পারছি না বলতে সেটা না আমাদের দ্বারা হচ্ছে না। আমরা চেষ্টা করে যাচ্ছি। ভালোভাবে এক্সিকিউট করতে পারছি না।”
“বাইরে কি হচ্ছে না হচ্ছে এইটা নিয়ে ভাবছি না। পারফর্ম কীভাবে করতে হবে সেটা নিয়েই ভাবছি। ওইভাবে এপ্লাই করার চেষ্টা করছি। ওইটা নিয়ে তো আমরা বেশি একটা কথা বলছি না। টায়ার্ডনেস বলতে একদিন পর পর খেলা, তেমন একটা দখল যাচ্ছে না। জিততে পারছি না এইজন্য একটু মন খারাপ লাগছে।”
Discussion about this post