খেলাধূলা ডেস্ক
কয়েকমাস ধরেই ঝুলতে থাকা চাকরিটা অবশেষে ছাড়তে হল রোনাল্ড কোম্যানকে। লিগ ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে সবশেষ হারের পর ডাচ কোচকে ছাঁটাই করেছে বার্সেলোনা।
গোলডটকম জানাচ্ছে, বার্সেলোনা তাদের স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছে।
লা লিগায় বুধবার রাতে ভায়েকানোর মাঠে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। ফ্যালকাওয়ের গোলে ৩০ মিনিটে লিড নিয়েছিল স্বাগতিকরা। ৭২ মিনিটে মেমফিস ডিপাই পেনাল্টিতে গোল আনতে পারেননি, তাতে ড্র করার সুযোগটাও হাতছাড়া হয়ে যায়।
ভায়েকানো ম্যাচের কয়েকঘণ্টার মধ্যেই কোম্যানকে বরখাস্তের নোটিশ ধরিয়ে দেয় বার্সা। ন্যু ক্যাম্পে শেষ হল তার ১৪ মাসের প্রচেষ্টার অধ্যায়।
স্প্যানিশ টেবিলে এমুহূর্তে ৯ নম্বরে আছে বার্সা। ১০ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে। নতুন মৌসুমে লিগে মাত্র চার ম্যাচে জয় তুলেছে কাতালানরা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে তিন ম্যাচ খেলে জয় একটি।
Discussion about this post