নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষবর্ষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ৮ হাজার ৫৩৭ জন।প্রকাশিত ফলাফলে বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬.৫।
বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিবুল আজীজ চৌধুরী। তিনি বলেন, শুক্রবার ভোরে ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন। শতকরায় যা ৭১ দশমিক ০৯ শতাংশ। আর পাস করেছেন ৮ হাজার ৫৩৭ জন। পাসের হার ২৮ দশমিক ৯১ শতাংশ। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলাফল দেখতে পারবে।
এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তিন শিফটে চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৮৮ জন। এর মধ্যে পরীক্ষার হলে উপস্থিত ছিলেন ২৯ হাজার ৫২৫ জন।
Discussion about this post