নিজস্ব প্রতিবেদক
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য নির্বাচিত কেন্দ্রগুলোতে কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৮ নভেম্বরের মধ্যে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে তালিকা পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এসএসসি পরীক্ষার ব্যয়ভার বহন করা, কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ, আসন বিন্যাস করাসহ পরীক্ষা কেন্দ্রে সচিবকে সার্বিক সহযোগিতা করতে কাজ করবে এই কমিটি।
জানা গেছে, জেলা সদরের কেন্দ্রের জন্য জেলা প্রশাসক, উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কমিটির সদস্য হবেন। সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক এ কমিটির সদস্য হবে। আর যে কেন্দ্রে পরীক্ষা হবে ওই স্কুলের প্রধান কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
Discussion about this post